সুইডেনের জাতীয় দিবস। রুশ ভাষা দিবস।
১৭৭৭ বাংলার নবাব মীর কাশিম–এর মৃত্যু।
১৭৯৯ রুশ মহাকবি, ঔপন্যাসিক ও নাট্যকার আলেকজান্দার পুশকিন–এর জন্ম।
১৮১২ রুশ লেখক ইভান গণচারভ–এর জন্ম।
১৮৩২ ব্রিটিশ দার্শনিক জেরোমি বেনথাম–এর মৃত্যু।
১৮৬১ ইতালীয় জাতীয় ঐক্যের অন্যতম পথিকৃৎ কামিল্লো বেনসো কাভুর মৃত্যু।
১৮৬৭ কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি তথা ভারতীয় বিচারপতি শম্ভুনাথ পণ্ডিতের মৃত্যু।
১৮৭৫ নোবেলজয়ী (১৯২৯) জার্মান সাহিত্যিক টমাস মান–এর জন্ম।
১৮৭৯ অগ্নিযুগের স্বাধীনতা সংগ্রামী ও সাংবাদিক উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম।
১৯০১ আধুনিক ইন্দোনেশিয়ার স্থপতি ড. সুকর্নোর জন্ম।
১৯০৯ লাতভীয়–ব্রিটিশ দার্শনিক ও ইতিহাসকার ইসাইয়া বার্লিন–এর জন্ম।
১৯১২ স্বাধীনতা সংগ্রামী, ভাষাবিদ ও ওড়িয়া ভাষায় প্রথম বিশ্বকোষ রচয়িতা বিনোদ কানুনগো–র জন্ম।
১৯১৯ শিক্ষাবিদ ও প্রাবন্ধিক রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর মৃত্যু।
১৯৩৫ নোবেল শান্তি পুরস্কারে ভূষিত (১৯৮৯) তিব্বতীয় ধর্মগুরু দালাইলামার জন্ম।
১৯৪৬ নোবেলজয়ী (১৯১২) জার্মান কথাশিল্পী গেরহার্ট হাউপ্টমানের মৃত্যু।
১৯৪৮ চলচ্চিত্রের পথিকৃৎ এবং ক্যামেরা ও প্রোজেক্টর উদ্ভাবক লুই লুমিয়ের–এর মৃত্যু।
১৯৫৪ ইউরোপে ইউরোভিশন সম্প্রচার চালু হয়।
১৯৬১ সুইস মনোবিদ ও চিকিৎসক কার্ল গুস্তাফ ইয়ুং–এর মৃত্যু।
১৯৬৩ বিপ্লবী তুর্কি কবি নাজিম হিকমতের মৃত্যু।
১৯৭২ কবি হুমায়ুন কবির–এর মৃত্যু।
১৯৭৪ গুয়াতেমালার নোবেলজয়ী (১৯৬৭) ঔপন্যাসিক মিগুয়েল আস্তুরিয়াস–এর মৃত্যু।
১৯৮১ অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৃথিবীর প্রথম যমজ টেস্টটিউব শিশু জন্মগ্রহণ করে।
১৯৮৩ কলকাতা দূরদর্শন থেকে রঙিন অনুষ্ঠান প্রচার শুরু হয়।
১৯৯১ ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হওয়ার ঘোষণা দেয়।
২০১৬ বিখ্যাত গ্রান্ডমাস্টার রুশ দাবারু ভিক্তর করচনই–এর মৃত্যু।