দিবস
বিশ্ব কিডনি দিবস। বিশ্ব পাই দিবস। আন্তর্জাতিক নদীকৃত্য দিবস
১৬৮২ ওলন্দাজ চিত্রশিল্পী ইয়াকপ ভ্যান রইসডায়েল–এর মৃত্যু।
১৮০৩ জার্মান কবি ফ্রিডরিখ ক্লপস্টক–এর মৃত্যু।
১৮৩২ আয়ার্লান্ডের বেলফাস্টে প্রথম এশিয়াটিক কলেরায় প্রাদুর্ভাব দেখা দেয়।
১৮৩৫ ইতালির জ্যোতির্বিদ জিওভান্তি শিয়াপারেল্লি–র জন্ম।
১৮৪৪ ইতালির রাজা উমবার্তোর (১ম) জন্ম।
১৮৫৪ নোবেলজয়ী (১৯০৮) জার্মান জীবাণুবিদ পল এইরলিখ–এর জন্ম।
১৮৭৯ নোবেলজয়ী (১৯২১) বিশ্ববিশ্রুত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জন্ম।
১৮৮৩ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা ও কমিউনিস্ট নেতা কার্ল মার্কস–এর মৃত্যু।
১৮৮৪ ওলন্দাজ পুরাতাত্ত্বিক ভ্যান গিফেন–এর জন্ম।
১৮৯১ ইংলিশ চ্যানেলে প্রথম ডুবোজাহাজে টেলিফোন লাইন স্থাপিত হয়।
১৯০৩ ইংরেজ চিত্রশিল্পী রিচার্ড ইউরিখ–এর জন্ম।
১৯০৫ ফরাসি সমাজতাত্ত্বিক রেমঁ আরঁ–র জন্ম।
১৯২৫ প্রথম ট্রান্স আটলান্টিক রেডিও সম্প্রচার সম্পন্ন হয়।
১৯৩২ মার্কিন আলোকচিত্র–পুরোধা জর্জ ইস্টম্যান–এর মৃত্যু।
১৯৩৮ রুশ সাংবাদিক ও রাজনীতিজ্ঞ নিকোলাই বুখারিন–এর মৃত্যুদণ্ড কার্যকর হয়।
১৯৩৯ কলকাতায় ‘নাট্য নিকেতন’ রঙ্গমঞ্চের উদ্বোধন হয়।
১৯৬২ পর্তুগিজ সরকারের কবল থেকে মুক্ত হয়ে গোয়া স্বাধীন হয়।
১৯৯২ তুরস্কে ভূমিকম্পে শত শত লোকের প্রাণহানি ঘটে।
১৯৯২ সোভিয়েত ইউনিয়নের ‘প্রাভদা’ পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যায়।
২০১২ রসসাহিত্যিক ও ব্যঙ্গচিত্রী হিমানীশ গোস্বামীর মৃত্যু।
২০১৮ ইংরেজ পদার্থ বিজ্ঞানি স্টিফেন হকিং–এর মৃত্যু।