ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদ দিবস (বাংলাদেশ)
১৬৭৭ ওলন্দাজ দার্শনিক স্পিনোজার মৃত্যু
১৭৯৪ মেক্সিকান বিপ্লবী আন্তোনিও লোপেজ দে সানতা আনা–র জন্ম।
১৮১৫ ফরাসি চিত্রশিল্পী ঝাঁ লুই এর্নেস্ট মাসোঁয়া–র জন্ম।
১৮৪৬ চেক মহাকাব্যকার ও ঔপন্যাসিক স্ভাতোপ্লুক চেক–এর জন্ম।
১৮৬৬ জার্মান চিকিৎসক ও জীবাণুবিদ ওউগুস্ত ফান ভাসারমান–এর জন্ম।
১৮৭৬ রুমানিও ভাস্কর কনস্তানতিন ব্রানকুসি–র জন্ম।
১৮৯১ মঞ্চাভিনেতা নির্মলেন্দু লাহিড়ীর জন্ম।
১৮৯৫ নোবেলজয়ী (১৯৪৩) ডেনিশ জৈবরসায়নবিদ কার্ল হেনরিক ড্যাম–এর জন্ম।
১৯০১ কিউবা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়।
১৯০৩ ফরাসি কবি ও ঔপন্যাসিক রেমঁ কোনো–র জন্ম।
১৯০৭ অ্যাংলো–মার্কিন কবি ও সমালোচক ডব্লিউ এইচ অডেন–এর জন্ম।
১৯২৬ নোবেলজয়ী (১৯১৩) ডাচ পদার্থবিদ কামারলিং অনেস–এর মৃত্যু।
১৯৩৫ স্কট ঔপন্যাসিক লুইস গ্রাসিক গিবন–এর মৃত্যু।
১৯৪১ নোবেলজয়ী (১৯২৩) কানাডীয় চিকিৎসক ও ইনসুলিন–এর আবিষ্কর্তা স্যার ফ্রিডরিখ গ্র্যান্ট ব্যান্টিং বিমান দুর্ঘটনায় নিহত হন।
১৯৪৬ বোম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীতে বিদ্রোহ ঘটে।
১৯৫২ মাতৃভাষা বাঙালার মর্যাদার প্রতিষ্ঠার আন্দোলনে তদানীন্তন পূর্ববাংলায় আবুল বরকত, আবদুস সালাম, রফিক উদ্দিন আহমদ, আবদুল জব্বার প্রমুখ শহীদ হন।
১৯৫২ ব্রিটেনে পরিচয়পত্র বিলুপ্ত করা হয়।
১৯৬৮ নোবেলজয়ী (১৯৪৫) ব্রিটিশ চিকিৎসাবিজ্ঞানী হাওয়ার্ড ওয়াল্টার ফ্লোরি–র মৃত্যু।
১৯৭৮ সাংবাদিক কেদারনাথ ঘোষের মৃত্যু।
১৯৯৩ শিশু সাহিত্যিক অখিল নিয়োগার (স্বপন বুড়ো) মৃত্যু।
২০০০ বিশ্বে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়।