বিশ্ব ভালোবাসা দিবস (বাংলাদেশ)। জাতীয় বস্ত্র দিবস (বাংলাদেশ)। জাতীয় সুন্দরবন দিবস
১৪০৪ ইতালীয় রেনেসাঁর স্থপতি ও মনীষী লিওনে বাত্তিস্তা আলবের্তির জন্ম।
১৫২৫ ইতালীয় চিত্রশিল্পী ফোরেনৎসো দিলোরেনৎসো–র মৃত্যু।
১৫৩৭ বাহাদুর শাহ পর্তুগিজদের হাত থেকে পালিয়ে পানিতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন।
১৬০২ ইতালীয় সংগীতস্রষ্টা পিয়েনো ফ্রানবেসকো কাভাল্লি–র জন্ম।
১৭৪৪ ইংরেজ গণিতজ্ঞ ও উদ্ভাবক জন হ্যাডলি–র মৃত্যু।
১৭৬৬ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস–এর জন্ম।
১৭৭৯ ইংরেজ পর্যটক ক্যাপ্টেন জেমস কুক নিহত হন।
১৮১৯ টাইপরাইটার যন্ত্রের উদ্ভাবক ক্রিস্টোফার ল্যাথাম শোলস্–এর জন্ম।
১৮৬৯ নোবেলজয়ী (১৯২৭) স্কটিশ পদার্থবিদ চার্লস টমসন রিজ উইলসন–এর জন্ম।
১৮৮১ অবিভক্ত ভারতের প্রথম হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ কলকাতায় স্থাপিত হয়।
১৯২২ মার্কনি ইংল্যাণ্ডে নিয়মিত বেতার সম্প্রচার শুরু করেন।
১৯৩১ কলকাতায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র ‘জয় জয় ভবানীপতি’ প্রদর্শিত হয়।
১৯৩৮ চিত্রশিল্পী গগণেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু।
১৯৪২ কবি ও লেখক শহীদ কাদরীর জন্ম।
১৯৪২ কবি রফিক আজাদের জন্ম।
১৯৪৫ ইংরেজ শিল্পী স্যার উইলিয়াম রথেনস্টেইন–এর মৃত্যু।
১৯৭৪ বাংলা একাডেমীতে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সাহিত্য সম্মেলন শুরু হয়।
১৯৭৪ উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ওস্তাদ আমির খাঁ–র মৃত্যু।
১৯৭৫ ইংরেজ জীববিজ্ঞানী ও লেখক জুলিয়ান সোরেল হাঙলি–র মৃত্যু।
১৯৯০ ভারতের বাঙালোরে বিমান দুর্ঘটনায় ৯০ জন আরোহী নিহত হয়।
১৯৯০ অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার গ্রেইম হোলের মৃত্যু।
১৯৯৮ আইনজ্ঞ বিচারপতি বদরুল হুদা চৌধুরীর মৃত্যু।
২০০৩ প্রথম ক্লোনিং করা ভেড়া ডালিকে মেরে ফেলা হয়।
২০০৫ ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব চালু হয়।