ওয়েস্ট ইন্ডিজে গত ১০ বছরে প্রতিটি টেস্ট সিরিজে খুব বাজে অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। এবার শঙ্কাটা আরও বেশি। দলটা যে অনেক অনভিজ্ঞ। তবে এই দলের মাঝে বড় স্বপ্ন আর তাড়না দেখতে পাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। অনুশীলনের ধরনেও আগের দলের চেয়ে এখনকার দলের উন্নতিটা চোখে পড়ছে তার। বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচের আশা, এই ক্রিকেটারদের হাত ধরেই ভালো টেস্ট জাতি হয়ে উঠবে বাংলাদেশ। ক্যারিবিয়ানের কঠিন পরীক্ষায় এবার বেশ নড়বড়ে অবস্থায় আছে বাংলাদেশ দল। ভারত সফরে ও দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টানা হারের ক্ষত এখনও শুকায়নি। তার ওপর ইনজুরির কারণে এই সফরে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও দলের অভিজ্ঞতম ক্রিকেটার মুশফিকুর রহিম। অবসরের ঘোষণা দেওয়া সাকিব আল হাসানকে ছাড়া পথ চলার বাস্তবতা তো আছেই। তবে ১৪ বছর পর জাতীয় দলের কোচিং স্টাফে যোগ দেওয়া সালাউদ্দিন আশার ছবিই মেলে ধরলেন। বিসিবির ভিডিও বার্তায় তিনি বললেন, টেস্ট ক্রিকেটের প্রতি এখনকার ক্রিকেটারদের অনুরাগ তার নজর কেড়েছে। অনুশীলনের ধরনেও আগের চেয়ে তিনি পরিবর্তন দেখতে পাচ্ছেন। এবার যে স্কোয়াড আছে তা মোটামুটি একটা অনভিজ্ঞ দল। তবে সবচেয়ে যেটা ভালো লাগছে যে, ছেলেরা খুব উজ্জীবিত ভালো খেলার জন্য। আমার কাছে যেটা মনে হয়েছে, সবাই সাদা পোশাক পরতে চায়। এই ইচ্ছেটা সবচেয়ে বেশি দরকার আমাদের। যেখানে টেস্ট ক্রিকেটে আমরা ভালো করব। সবার ওয়ার্ক এথিক দেখে আমার খুবই ভালো লাগছে। ১৪ বছর পর আবার এলাম ওয়েস্ট ইন্ডিজে। যেখান থেকে আমি শুরু করেছিলাম আন্তর্জাতিক কোচিং। সেখানে ছেলেদের দেখে আমার ভালো লাগছে। তাদের ওয়ার্ক এথিক দেখে সবচেয়ে ভালো লেগেছে এবং সেই সঙ্গে তাদের যে ইচ্ছে দেখছি, তারা লক্ষ্য ঠিক করে অনুশীলন করছে। এটায় আমার মনে হয়েছে যে, আগের চেয়ে ওরা একটু হলেও এগিয়ে আছে এই দলটি। বাংলাদেশের অভিষেক টেস্টের ২৪ বছর পূর্তি হয়েছে এই মাসেই। অথচ ২৪টি জয় এখনও ধরা দেয়নি। ১৪৮ টেস্ট খেলে জয় মোটে ২১টি। হারতে হয়েছে ১০৮ ম্যাচে।
মাঝেমধ্যে একটু উন্নতির ছাপ রাখলেও ধারাবাহিক হতে পারেনি তারা কখনোই। এক পা এগোলে দুই পা পেছানোর নজির আছে অনেক। এই বছর পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দশায় যা ফুটে উঠেছে আবার। তবে এই দলের ক্রিকেটারদের সঙ্গী করেই দিন বদলের আশা করছেন মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন আমার মনে হয়, এই এক দল ক্রিকেটার যারা আছে, তাদের স্বপ্নটা আরেকটু বড়। তারা চেষ্টা করছে তাদের যে প্রতিবন্ধকতা আছে, সেটা ভাঙার জন্য এবং সেখান থেকে তারা ওপরের দিকে ওঠার চেষ্টা করবে। আশা করি তারা ভালো করবে এবং টেস্ট জাতি হিসেবে আমরা আরও ভালো করব। ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর বাংলাদেশ দল এক দিন বিশ্রাম নিয়ে অনুশীলন করেছে দুই দিন।