সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের অভিষেক আসরে শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটসাল দল দেশে ফিরে ফুলেল সংবর্ধনায় সংবর্ধিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর চ্যাম্পিয়ন দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে রাখা ছিল ছাদ খোলা বাস, যা চ্যাম্পিয়নদের ছবিতে মোড়ানো।
অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে থাইল্যান্ড থেকে দেশে ফেরা সাবিনা, কৃষ্ণা ও মাসুরাদের বরণ করতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে উৎসবমুখর আমেজে রাস্তার দুই ধারে ভিড় জমিয়েছিলেন সমর্থকরা। খেলোয়াড় ও কর্মকর্তাদের গায়ে জড়ানো জার্সিতে লেখা ছিল ‘চ্যাম্পিয়ন’।
এবার নিয়ে তিনবার সাবিনা এলেন ট্রফি উঁচিয়ে ধরে। ২০২২ সালে এবং ২০২৪ সালেও ছিল একই দৃশ্যের পুনরাবৃত্তি, সেবারও তার হাতে ছিল সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি। এবার এই তারকা ফরোয়ার্ড এলেন ফুটসালের ট্রফি নিয়ে। সাবিনার পাশে থাকা ইরানি কোচ সাঈদ খোদারাহমির মুখে হাসির ফোয়ারা। কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া, ঝিলিদের চোখে–মুখে উল্লাস। এভাবেই তারা ফ্রেমবন্দী হলেন।
ফটোসেশনে সাবিনা উঁচিয়ে ধরলেন রুপালি রঙের ট্রফি। হুররে শব্দে মুখরিত হয় চারদিক। ভক্ত, সমর্থক, গণমাধ্যমকর্মীদের ভিড় ঠেলে ছাদখোলা বাসে উঠতে কিছুটা বেগ পোহাতে হয় সাবিনাদের। এই সময়ে উপর থেকে ফুলের পাপড়ির বর্ষণ হতে লাগল তাদের ওপর।
‘বাংলাদেশ, বাংলাদেশ : চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’ শ্লোগানে তখন কাঁপছে চারদিক। ছাদ খোলা বাসে উঠে সমর্থকদের অভিবাদনের জবাবে কখনও কখনও ট্রফি উঁচিয়ে, হাত নাড়তে লাগলেন সাবিনা–ইতি–নোশিন–নীলারা। কেউ উঁচিয়ে ধরলেন বাংলাদেশের ঢাউস এক পতাকা। এরপর ‘লাল সবুজে লেখা এক বিজয়ের গল্প’ লেখা ব্যানার গায়ে জড়িয়ে বাস ছুটল হাতিরঝিলের এম্ফি থিয়েটারের দিকে। সেখানেই সাফ ফুটসালের প্রথম আসরের বিজয়ীদের সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সবাইকে ধন্যবাদ জানিয়ে অধিনায়ক সাবিনা সমর্থকে ঠাসা গ্যালারির দিকে তাকিয়ে স্মিত হেসে বললেন, এই ট্রফি আপনাদের জন্য। আজকে যারা উপস্থিত আছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যখন দেশের জন্য সম্মান বয়ে আনি, আপনারা অনেক ব্যস্ততার মধ্যেও এভাবে আমাদের সমর্থন দেন। আমাদের মোটিভেশনটা এখানেই কাজ করে। তো আপনাদের জন্যেই এই অর্জন। আপনাদেরকেই এটা উৎসর্গ করছি। আপনারা সবসময় আমাদের সমর্থন দেন। এই ট্রফি আপনাদের জন্য, দেশের মানুষের জন্য। আমাদের জন্য সকলে দোয়া করবেন।
থাইল্যান্ডের ব্যাংককে বসেছিল সাফ উইমেন’স ফুটসালের প্রথম আসর। সাত দল নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় সাবিনারা ছয় জয় ও এক ড্রয়ে হয়েছেন অপরাজিত চ্যাম্পিয়ন। একমাত্র ভুটানের বিপক্ষে ৩–৩ ড্র করে বাংলাদেশ। জয় পায় ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিপক্ষে। অধিনায়ক সাবিনা খাতুন হন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা, ১৪টি।












