আফগানিস্তানের বিপক্ষে টেস্টের এই বিশাল জয়টাকে কেবলই জয় হিসেবে দেখছেননা বাংলাদেশ দলের কোচ চন্দিকা হাথুরুসিংহে। তাইতো এমন জয়ের পর তুপ্তির হাসি টাইগার কোচের মুখে। এই আফগানিস্তানের বিপক্ষে ২০১৯ সালে অনেকটা অপ্রত্যাশিতভাবে টেস্ট হেরেছিল বাংলাদেশ। তখনও দলের হেড কোচের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। চার বছর পর সে প্রতিশোধ নিয়ে নিলেন হাথুরু। ৮৯ বছরের টেস্ট ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় তুলে নিয়ে। তাই এটিকে কেবলই একটি টেস্ট জয় হিসেবে দেখতে রাজি নন হাথুরুসিংহে। কারণ এই ম্যাচে বাংলাদেশের জন্য নতুন অনেক কিছুই ছিল। এই ম্যাচে ঘাসের উইকেটে খেলেছে বাংলাদেশ। যেখানে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। ২৬ মাস পর সেঞ্চুরি পেয়েছেন মোমিনুল হক। এছাড়া দুই ইনিংসে যথাক্রমে চার উইকেট করে নেন এবাদত হোসেন ও তাসকিন আহমেদ। এ ম্যাচের জয় নিয়ে গতকাল রোববার মিরপুরে হাথুরুসিংহে বলেন আপনারা দেখেছেন কি না জানি না, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছি, এটি শুধুমাত্র একটি টেস্ট জয় নয়। তার চেয়েও বিশেষ কিছু। আমি এটা দিয়ে বুঝিয়েছি, আমরা যেভাবে এই ম্যাচের জন্য প্রস্তুত হয়েছিলাম সব কিছু মিলিয়েই এমন আর আগে কখনও হয়নি। আমরা সবুজ ও গতিময় উইকেট তৈরি করেছি। এই ধরনের উইকেটে খেলে জেতা বিরাট ব্যাপার। আমরা অনেক মানসিক বাধা পার করেছি। কারণ ম্যাচের আগে আমরা কেমন করব, তা নিয়ে অনেকেরই সন্দেহ ছিল। আমরা এখানে সাধারণত ভিন্ন ঘরানার ক্রিকেট খেলি।
মিরপুরে ঘাসের উইকেটের দেখা খুব একটা মেলে না। বাংলাদেশের ব্যাটাররা রানের ফোয়ারা ছোটালেও পেসাররাও আগুন ঝরিয়েছেন। দুই ইনিংসে আফগানদের ১৪৬ ও ১১৫ রানে অলআউট করার বড় কৃতিত্ব তাদেরই। তিনি বলেন সন্তুষ্টির জায়গা হচ্ছে গতিময় উইকেটে পেসাররা গা ভাসিয়ে দেয়নি।