এই ছেলেটা

আলমগীর কবির | বুধবার , ৫ জুন, ২০২৪ at ৮:৪৩ পূর্বাহ্ণ

প্রজাপতি নাকি পাখি

হয় ভেবে হয় ভুল,

এই ছেলেটার কাছে আকাশ

আনন্দ ইশকুল।

কত মেঘের লুকোচুরি

আকাশপুরে রোজ,

পথ হারানো মেঘের দলের

খোঁজ কে রাখে খোঁজ।

কাঠবিড়ালি নাকি ফড়িং

হয় ভেবে হয় ভুল,

এই ছেলেটার কাছে নদী

আনন্দ ইশকুল।

ছলছলিয়ে কলকলিয়ে

যায় বয়ে যায় দূর,

এই ছেলেটা নদীর কাছে

পায় খুঁজে পায় সুর।

পূর্ববর্তী নিবন্ধএই খোকা এই খুকু
পরবর্তী নিবন্ধবন্ধু