জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান বলেন, আমরা প্রায়ই দেখছি, মেডিকেল কলেজে দুই গ্রুপ মারামারিতে জড়িয়ে পড়ছে। এখানে দুই নেতার বিরোধ দৃশ্যমান। সর্বোচ্চ কর্তৃপক্ষের উচিত, এসব কঠোর ভাবে দমন করা। মারামারির জের ধরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি পালন বা সেবা বন্ধ করে দেয়াটা উচিত হয়নি। বিশেষ করে এই করোনাকালে তা কোনো ভাবেই গ্রহণযোগ্য না। রোগীরা তো কোনো দোষ করেনি, তাদের উপর দুর্ভোগ-দায় চাপিয়ে দেয়াটা ঠিক হয়নি। সেবা চালু রেখেই তারা দাবি পূরণে আন্দোলন বা কর্মসূচি দিতে পারতো।












