মোস্তফা হাকিম গ্রুপের বৃহৎ অঙ্গ-প্রতিষ্ঠান এইচ.এম স্টিল এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনায় সারা দেশ থেকে সম্মানিত রড পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিদের পবিত্র ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়েছে। এই উদ্দেশ্যে ৪০ জনের একটি দল বর্তমানে সৌদি আরবে অবস্থান করছে। গত রোববার পবিত্র মদিনা শরীফে একটি হোটেলে এইচ. এম স্টিল এবং গোল্ডেন ইস্পাতের সৌজন্যে একটি নৈশভোজ ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সকলে দেশ, জাতি এবং কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধির জন্য দোয়া ও মোনাজাত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচ.এম স্টিল এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নিজামুল আলম, পরিচালক ফারুক আজম ও সাইফুল আলম। উপস্থিত ছিলেন এইচ.এম স্টিলের বিক্রয় ও বিপণন বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার জয়নাল আবেদীন ও মাশরুর উল করিম, সাইফুদ্দিন জহুর ও তৌহিদুল কাদের। আগামী ১২ ডিসেম্বর পবিত্র উমরাহ পালন শেষে দলটি দেশে ফিরে আসবেন। প্রেস বিজ্ঞপ্তি।