আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজে থাকছেন না বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের হেড কোচ টোবি র্যাডফোর্ড। তার জায়গায় দায়িত্ব পাচ্ছেন শ্রীলংকার সাবেক পেসার চম্পকা রামানায়েকে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র একজন কর্মকর্তা। জানা গেছে, অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারছেন না এইচপি দলের বর্তমান কোচ র্যাডফোর্ড। এজন্যই তার বিকল্প হিসেবে রামানায়েকেকে দায়িত্ব দেওয়া। এর আগে তিনি এইচপি দলের ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন রামানায়েকে। এছাড়া শ্রীলংকা জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড উলভস একটি চার দিনের ম্যাচ, ৫টি একদিনের ম্যাচ এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এরইমধ্যে চট্টগ্রামে দলের অনুশীলন ক্যাম্পেও যোগ দিয়েছেন তিনি। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হবে চার দিনের ম্যাচ। একই ভেন্যুতে মার্চের ৫, ৭ এবং ৯ তারিখে গড়াবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। একদিনের বাকি ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ ও ১৪ মার্চ, শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুত ১৭ ও ১৮ মার্চ গড়াবে ২টি টি-টোয়েন্টি ম্যাচ। আগামী ১৯ মার্চ প্রায় এক মাসের সফরে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড উলভস।