গত ২৫ অক্টোবর বিসিবি প্রেসিডেন্টস কাপ টুর্নামেন্ট শেষ হওয়ার পর দুদিন ছুটিতে ছিল ক্রিকেটাররা। এরপর গত ২৭ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে হাই পারফরম্যান্স (এইচপি) দলে থাকা ২৫ ক্রিকেটারের অনুশীলন ক্যাম্প। ছয় দিনের অনুশীলন শেষে আজ সোমবার থেকে শুরু হচ্ছে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। যা শেষ হবে কাল মঙ্গলবার। বিসিবি ঘোষিত সূচি অনুযায়ী মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নয়টায়। গত ৬ অক্টোবর এইচপি দল ঘোষণা করেছিল টাইগার ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসন। আগামীকাল মঙ্গলবার প্রস্তুতি ম্যাচ শেষে পরদিন অর্থাৎ ৪ নভেম্বর বিশ্রাম নেবে এইচপি দলের সদস্যরা। একদিনের বিশ্রাম শেষে ৫ ও ৬ নভেম্ববর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলেেব অনুশীলন। এরপর ৭ নভেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন আফিফ-আকবররা। ম্যাচটি শুরু হবে সকাল নটায়। ১৭ দিনের অনুশীলন ক্যাম্প শেষ হবে আগামী ১২ নভেম্বর।