চট্টগ্রামে দুই ফরম্যাটে সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল ও বিসিবির হাইফারফরম্যান্স স্কোয়াড (এইচপি)। তবে আগের সূচিতে শুরু হচ্ছে না সিরিজটি। ‘এ’ দল ও এইচপি স্কোয়াডের সিরিজের নতুন সূচি প্রকাশ করেছে বিসিবি। পরিবর্তিত সূচিতে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১৬ সেপ্টেম্বর। দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পরিবর্তিত সূচিতে প্রথম চার দিনের ম্যাচটি শুরু হবে ১৬ সেপ্টেম্বর, দ্বিতীয়টি ২৩ সেপ্টেম্বর। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ যথাক্রমে ৩০ সেপ্টেম্বর ও ২ এবং ৪ অক্টোবর। এই সিরিজকে সামনে রেখে গত ২২ আগস্ট থেকে চট্টগ্রামে ক্যাম্প করছেন এইচপি দলের ক্রিকেটাররা। এইচপি দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে অনেক আগেই।