এইচএসসি শুরুর ৮ ঘণ্টা আগে ছাত্রীর আত্মহত্যা

চিরকুটে যা লিখলেন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ আগস্ট, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

নগরীতে রিমঝিম দাশগুপ্তা (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘরের ফ্যানের হুকের সাথে ওড়নায় ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুুলিশ। শনিবার দিবাগত রাত ৩টার দিকে সদরঘাট থানাধীন পোস্ট অফিস গলি এলাকায় এ ঘটনা ঘটে। রিমঝিম ওই এলাকার রাজীব দাশগুপ্তের মেয়ে। গতকাল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। তবে পরীক্ষা শুরুর ৭/৮ ঘণ্টা আগেই না ফেরার দেশে চলে গেছেন তিনি। পরিবার ও পুলিশ বলছে, রিমঝিম আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে রেখে গেছেন। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী আজাদীকে বলেন, ওই ছাত্রী এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল। রোববার (গতকাল) থেকে তার পরীক্ষায় বসার কথা ছিল। কিন্তু এর আগে বৃহস্পতিবার পরীক্ষার প্রবেশপত্র হারিয়ে ফেলে। বিষয়টি পরিবারের কাউকে জানায়নি। শনিবার দিবাগত রাতে ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তার রুমে একটি চিরকুট পাওয়া যায়। প্রবেশপত্র হারিয়ে ফেলায় পরীক্ষা দিতে পারবে না, এই ভয়ে সে আত্মহত্যার পথ বেছে নেওয়ার কথা জানিয়েছে চিরকুটে।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানতে দুবাইফেরত যাত্রীর ব্যাগে আধা কেজি স্বর্ণ
পরবর্তী নিবন্ধঅতি বৃষ্টিতে চলেনি চবির শাটল