এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য, অভিমানে শিক্ষার্থী আত্মহত্যা

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ৬:১৯ অপরাহ্ণ

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর রাঙামাটি শহরের দেবাশীষনগর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) রাত ২টার দিকে শহরের দেবাশীষনগর এলাকা থেকে মরদেহ উদ্ধার করে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ।

মৃত আর্থি দেওয়ান (১৮) খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার রিপিট দেওয়ানের মেয়ে। আর্থি রাঙামাটি সরকারি মহিলা কলেজের ২০২৫ সালের বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষার্থী ছিল।

আর্থি চাকমার বাবা রিপিট চাকমা বলেন, এইচএসসি পরীক্ষায় পদার্থ বিজ্ঞান বিষয়টি ফেল করার কারণে এ ঘটনা ঘটেছে। সে রাঙামাটি সরকারি মহিলা কলেজের ২০২৫ সালের এইচএসসি শিক্ষার্থী ছিল। দেবাশীষনগর এলাকায় ভাড়া বাসায় থাকত। আমরা তার মরদেহ নিতে রাঙামাটিতে এসেছি।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে দেবাশীষনগর এলাকা থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে আত্মহত্যা করেছে। থানায় একটা অপমৃত্যু মামলা করা হয়েছে। তার পরিবারের লোকজন এসেছে মরদেহটি হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ডিবির অভিযানে ৮০ রাউন্ড গুলি, স্টান গানসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু