কাগতিয়া মাদ্রাসা : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের আলিম পরীক্ষায় কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদ্রাসার মূল ক্যাম্পাস ও চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসের শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও সাফল্যের কৃতিত্বপূর্ণ ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। চলতি বছর আলিম পরীক্ষায় ০৬ জন জিপিএ ৫.০০ (এ+), ২২ জন (‘এ’), ০৯ জন ‘(এ-)’ সহ পাস করে মাদরাসার ধারাবাহিক সাফল্য অব্যাহত রেখেছে। মাদ্রাসার এ ভাল ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকেরা মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন। তারা এজন্যে মাদ্রাসার প্রাণপ্রদীপ, প্রাক্তন অধ্যক্ষ ও প্রধান পৃষ্ঠপোষক খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু’র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোস্তাফা–হাকিম কলেজ : চট্টগ্রামের শিক্ষাঙ্গনে ২০২৫ সালের এইচএসসি ফলাফল প্রকাশিত হয়েছে এবং এ ফলাফলে চমক সৃষ্টি করেছে উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তাফা–হাকিম কলেজ। অন্যান্য সমমানের কলেজ যেমন সীতাকুন্ড কলেজ, মীরসরাই, পাহাড়তলী ও চট্টগ্রামের বিভিন্ন কলেজের পাশের হার ১৮–৫২.৬৩% পর্যায়ে থাকলেও, মোস্তাফা–হাকিম কলেজের পাশের হার ৫৪.৮৫% পৌঁছে শীর্ষে অবস্থান করছে। মোস্তাফা–হাকিম কলেজের শিক্ষার্থীরা জিপিএ–৫ও অর্জন করেছে, যা এই সফলতার মানকে আরও উজ্জ্বল করেছে। অন্যদিকে, পাহাড়তলী কলেজের পাশের হার ১৮%, সীতাকুন্ড কলেজ ২৩%, এবং বিজয় স্মরণী কলেজের পাশের হার ৪২%। এছাড়া ওমরগণি এম.ই.এস কলেজের পাশের হার ৪৩% এবং ইসলামিয়া কলেজের পাশের হার ৪৬%। ডাঃ ফজলুল হাজেরা কলেজ, সরাইপাড়া সিটি কর্পোরেশন কলেজ, কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, প্রিমিয়ার কলেজ ও নিজামপুর কলেজের পাশের হারও প্রায় সমান।
বিএন স্কুল এন্ড কলেজ : কাপ্তাই প্রতিনিধি জানান, এবারের এইচএসসি পরীক্ষায় কাপ্তাইয়ে অবস্থিত নৌবাহিনী স্কুল এন্ড কলেজ শতভাগ পাশ করার পাশাপাশি ১০ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছে। বিএন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ (শিক্ষা) জানান, আমাদের ছেলে মেয়েরা গত বছরের মত এবারও শতভাগ পাশ করেছে। এই ফলাফলে আমরা খুশি।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়া উপজেলায় এবারের এইচএসসি ২০২৫ পরীক্ষায় গড় পাশের হার দাঁড়িয়েছে ৪৬.৯৭ শতাংশ। অন্যদিকে আলিম পরীক্ষায় পাশের হার ৯৪.৬৯ শতাংশ। এরমধ্যে জিপিএ–৫ পেয়েছে উপজেলার ৯টি কলেজের ২২ জন এবং ৭টি মাদ্রাসার ১২ জন শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে এমন তথ্য জানা গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৮১৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৫২ জন এবং অনুত্তীর্ণ ৯৬২ জন। উপজেলায় মোট জিপিএ–৫ পেয়েছে ২২ জন শিক্ষার্থী। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের পাশের হার ৫২.৬ শতাংশ, যা উপজেলার গড়ের তুলনায় কিছুটা বেশি। সর্বোচ্চ পাশের হার অর্জন করেছে রাঙ্গুনিয়া মহিলা কলেজ ৭৫.৮৫ শতাংশ এবং জিপিএ–৫ পেয়েছে ৭ জন শিক্ষার্থী। দ্বিতীয় অবস্থানে আছে ৩ জন জিপিএ–৫ সহ দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বালিকা মহাবিদ্যালয় ৬২.৭১ শতাংশ নিয়ে।
রাউজান : রাউজান প্রতিনিধি জানান, রাউজানে ১৪টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২.৫৭। ১৪ প্রতিষ্ঠানের মধ্যে মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজ থেকে কোনো পরীক্ষার্থী ছিল না। বিনাজুরী নবীন স্কুল এন্ড কলেজ থেকে সাতজন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে মাত্র একজন। ফলাফলের দিক থেকে প্রতিবারের মত শীর্ষস্থানে আছে চুয়েট স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ২১১জন পরীক্ষায় অংশ নিয়ে ৬০ জিপিএ–৫সহ পাস করেছে ২০৪ জন। দ্বিতীয় স্থানে আছে কদলপুর স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ৪০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩০জন। জিপিএ–৫ পেয়েছে ৩জন।
বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, এইচএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বাঁশখালীর সাতটি কলেজের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজ। বাঁশখালীর একমাত্র সরকারি আলাওল কলেজে মোট পরীক্ষার্থী ছিল ৭৪৫ জন, তার মধ্যে পাস করেছে ২৪৯ জন, জিপিএ ৫ পেয়েছে ৫ জন,পাসের হার ৩৩.৪২ শতাংশ। একমাত্র সরকারি আলাওল কলেজে এমন ফলাফলে বিগত দিনে অধ্যক্ষ পদ নিয়ে দলাদলি, প্রাইভেট নির্ভরতা, নানা অজুহাতে ক্লাসে উপস্থিত না থাকা নানা বিষয়কে প্রধান্য দিচ্ছে অভিভাবকের। এদিকে মাস্টার নজির আহমদ ডিগ্রী কলেজ থেকে ২৯৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৩৫ জন পাস করেছে। পাসের হার ৭৯.৯৩ শতাংশ, এবং ১০ জন শিক্ষার্থী জিপিএ–৫ অর্জন করেছে।