এইচএসসির ফল অক্টোবরে

| বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৩০ পূর্বাহ্ণ

শুরুর পর মাঝপথে বাতিল হওয়া উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল অক্টোবর মাসে প্রকাশ করা হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন। তিনি বলেন, অক্টোবরের মাঝামাঝিতে রেজাল্ট হবে। বৈষম্যবিরোধী আন্দোলন এবং সরকার পতনের ঘটনাপ্রবাহ ঘিরে এবার উচ্চ মাধ্যমিকের সাতটি বিষয়ে পরীক্ষা নেওয়ার পর বাকিগুলো আর নেওয়া সম্ভব হয়নি। ফলাফল কীভাবে হতে পারে জানতে চাইলে তপন কুমার সরকার বলেন, যে কয়টা বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে হবে, যেগুলোর পরীক্ষা হয়নি সেগুলোর এসএসসিতে যে নম্বর পেয়েছে সেটাই সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন হবে। তবে বন্যা বা সহিংসতার কারণে কোনো উত্তরপত্র ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। খবর বিডিনিউজের।

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ৩০ জুন। তবে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয় ৯ জুলাই।

পূর্ববর্তী নিবন্ধফের রেকর্ড স্বর্ণের দামে, ভরি ১ লাখ ৩৮,৭০৮ টাকা
পরবর্তী নিবন্ধকেমিক্যাল দিয়ে পচা সুপারি পরিষ্কারের পর বাজারজাত