এইচএসসির ফরম পূরণ শুরু ২ মার্চ

| মঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩১ পূর্বাহ্ণ

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরুর দিনক্ষণ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গতকাল সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বোর্ডের ঘোষণা অনুযায়ী, নির্বাচনী পরীক্ষা গ্রহণ করে ২৭ ফেব্রুয়ারির মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। এরপর ২ মার্চ থেকে এইচএসসির ফরম পূরণ শুরু হবে। খবর বাংলানিউজের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এইচএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ২ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের সময় সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআর বিদেশ যাওয়া হলো না প্রবাসী ছৈয়দ নুরের
পরবর্তী নিবন্ধনাহিদের ৫ উইকেটে বাংলাদেশের লিড