এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা রেখে গেছেন। গতকাল মঙ্গলবার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা ফজলে রাব্বি খান। তিনি বলেন, সোমবার বিকাল ৪টার দিকে তিনি ভর্তি হয়েছিলেন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, কিডনিসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। খবর বিডিনিউজের।
সাঈদ হোসেন চৌধুরী কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হেদায়েত হোসেন চৌধুরীর বড় ছেলে এবং কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ হোসেন ‘যায়যায়দিন’ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও প্রকাশক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তিনি স্পেনে বাংলাদেশের সাবেক অনারারি কনসাল হিসেবেও দায়িত্ব পালন করেন।