এআই রে-ব্যানের সহায়তায় সন্তানের চুল বাঁধলেন জাকারবার্গ

| মঙ্গলবার , ২৪ অক্টোবর, ২০২৩ at ৭:০০ পূর্বাহ্ণ

ইনস্টাগ্রামে মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধাওয়ালা রে ব্যান স্মার্টগ্লাস ব্যবহার করে সন্তানের চুল বাঁধার ভিডিও প্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ। ওই ভিডিও’তে মেটা প্রধান নিজের রেব্যান স্মার্টগ্লাসকে জিজ্ঞেস করেন, হেই মেটা, আমি কীভাবে চুল বাঁধতে পারি? পরবর্তীতে এআই সুবিধাওয়ালা স্মার্টগ্লাস চুল বাঁধার বিভিন্ন পর্যায় নির্দেশ করার সঙ্গে সঙ্গে নিজের কন্যা সন্তানের চুল বাঁধতে দেখা যায় জাকারবার্গকে। এরপর তিনি ওই চুল বাঁধার ছবি তুলে নিজের স্ত্রীকে পাঠানো বার্তার ক্যাপশনে লেখেন, অবশেষে চুল বাঁধতে শিখেছি। ধন্যবাদ, মেটা এআই। হেই মেটা, প্রিসিলাকে হোয়াসঅ্যাপে একটি ছবি পাঠাও।ওই স্মার্টগ্লাসকে কমান্ড করেন জাকারবার্গ। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫.০৫ কোটি টাকা
পরবর্তী নিবন্ধগাজায় নির্যাতনের মধ্যে বাস করছেন স্কটিশ মন্ত্রীর শ্বশুর-শাশুড়ি