ঋষি সুনাক ও শি’র বৈঠক বাতিল

| বৃহস্পতিবার , ১৭ নভেম্বর, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

জি-২০ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার বৈঠক বাতিল হয়েছে। গতকাল বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গার্ডিয়ানের ডেপুটি পলিটিক্যাল এডিটরের টুইটের বরাতে এ খবর দিয়েছে রয়টার্স। এই সাংবাদিক টুইটারে লিখেছেন, সুনাকের সঙ্গে চীনের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক বাতিল হয়েছে। এর কারণ হিসেবে পোল্যান্ডে মিসাইল হামলা নিয়ে সকালের এক বৈঠকের পর সময় স্বল্পতাকে দেখানো হচ্ছে। খবর বাংলানিউজের।
ডাউনিং স্ট্রিট বলছে, বৈঠক বাতিল হলেও সুনাক বিষয়টিকে এগিয়ে নিতে চান। সুনাকের মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী মনে করেন প্রেসিডেন্ট শি’র সঙ্গে কথোপকথনের এখনো গুরুত্ব রয়েছে। কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রেসিডেন্টের ফোনালাপ না হওয়ার ব্যপ্তি ১৮ মাস। সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০১৮ সালে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৮.৯০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপাকিস্তানে পুলিশের টহল দলের ওপর গুলি, নিহত ৬