চট্টগ্রামের বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার ৬ষ্ঠ দিনে গঙ্গাপুজা ও মহাস্নান অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার নরনারী এ পুণ্যস্নানে অংশ নেন।
গতকাল বুধবার সকাল থেকে বাঁশখালীর ঋষিধামে স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ প্রবর্তিত এ স্নানে বাঁশখালীর ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত স্বামী সুদর্শানন্দ পুরী মহারাজের উদ্বোধনের পর সকলে অংশ নেন। এছাড়া দিনের অন্যান্য কার্যক্রমের মধ্যে ঋষিধ্বজা উত্তোলন, বেদমন্ত্র পাঠ, ১০৮ দীপমন্ডিত মঙ্গল প্রদীপ প্রজ্বলন, শ্রী শ্রী গুরু মহারাজের পুজা, সমবেত প্রার্থনা, বিশ্বকল্যাণে ভূবনমঙ্গল শান্তি হোমসহ বিকালে আন্তর্জাতিক ঋষি সম্মেলন অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক ঋষি সম্মেলন ও কুম্ভমেলায় গঙ্গার স্নান ও কুম্ভমেলার ধ্বজা উত্তোলন করেন স্বামী সুদর্শানন্দ পুরী মহারাজ। আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের স্বামী বিশোকানন্দ ভারতীজী মহারাজ, ব্রহ্মচারী মুরাল ভাই, স্বামী তপনানন্দ গিরি মহারাজ, কালীপদ ভট্টাচার্য্য, ভারতের নীলমণি মজারাজজী, দিবাকর চৈতন্যজী মহারাজ, সঞ্জয় গোঁসাইজি মহারাজ, অজয়ানন্দ পুরী মহারাজ, রামজী মহারাজ, স্বামী সজলানন্দ গিরি মহারাজ, লক্ষ্মীনারায়ন কৃপানন্দ পুরী মহারাজ, স্বামী রামানন্দ পুরী মহারাজসহ দেশ বিদেশের বিভিন্ন মঠ মন্দির থেকে আগত প্রায় কয়েক হাজার সাধু, সন্ত, মোহন্ত, সন্ন্যাসী মহারাজবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য রাখেন কুম্ভ মেলা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ বরুণ দাশ, তাপস কুমার নন্দী, কালীপুরের চেয়ারম্যান আনম শাহাদত আলম, সুব্রত দেব। বিভাস গুহ ও সুজন করের সঞ্চালনায় উপস্থিত ছিলেন তড়িৎ গুহ, প্রদীপ চক্রবর্তী, মিন্টু চক্রবর্তী, প্রদীপ কুমার গুহ, সুমন চৌধুরী, ছোটন গুহ, মিন্টু চৌধুরী, অরূপ সেন, সুমন দেব, পরাগ দত্ত, স্বদেশ পাল, টিটন পাল, অমিত চক্রবর্তী, শুভজিৎ দাশ, ঝুন্টু দাশ, টিটন শীল, নির্মল শীল, রূপন গুহ, সানু রুদ্র। প্রেস বিজ্ঞপ্তি।