ঋত্বিক ঘটক স্মারক বক্তৃতা ৬ ডিসেম্বর

| বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৮ পূর্বাহ্ণ

বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ আগামী বছর। এ উপলক্ষে আলিয়ঁস ফ্রঁসেজ ও চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট যৌথভাবে ঋত্বিক ঘটক স্মারক বক্তৃতার আয়োজন করেছে। আগামী ৬ ডিসেম্বর বিকেল পাঁচটায় আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে অনুষ্ঠেয় বক্তৃতানুষ্ঠানে ‘ঋত্বিক ঘটক :উপমহাদেশের চলচ্চিত্রে একটি প্রাতিস্বিক পরিক্রমণ’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করবেন কবি ও প্রাবন্ধিক কমলেশ দাশগুপ্ত। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসালাউদ্দিন কাদের চৌধুরী পরিকল্পিত খুনের শিকার দাবি ইসলামী যুব সংঘের
পরবর্তী নিবন্ধকাল আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমীনের তফসির মাহফিলের প্রস্তুতি সভা