হেমন্তের এই সোনালি ফসল
রঙিন করেছে বাংলার মাঠ
হালকা শীতের আবেশ ছড়িয়ে
মন প্রাণ করেছে ভরাট।
পেয়ারা কলা আমলকি কদবেল
জলপাই আর কমলা লেবু
মনের হরষে মেতেছে আজ
সুখের আদলে প্রকৃতির সাজ।
ফুলকপি বাঁধাকপি মূলা আর পালং শাক
ভিটামিন আর খনিজ এর পাক
ফাইবার আর শর্করা
সবকিছু খেয়ে বেঁচে থাকি আমরা।
শিউলি কামিনী হিমঝুরি আর
গন্ধরাজ তারা সবাই
আমার প্রিয় আরো প্রিয় দেব কাঞ্চন রাজ
অশোক ছাতিম সোনা পাতি প্রিয়
আরো প্রিয় লতা পারুল বকফুল।
হেমন্তের সোঁদা গন্ধ আমায়
করে ভীষণ ব্যাকুল
আমার প্রেমিক পছন্দে রাখে
শিউলী কামিনী ফুল
ঋতুর জগতে হেমন্ত সেরা
সোনালী ফসলে বাংলার
প্রতিটি ঘর ভরা।












