‘নব বসন্তের দানের ডালি এনেছি তোদেরই দ্বারে/ আয় আয় আয়/ পরিবি গলার হারে।’ হ্যাঁ, বসন্ত এসে গেছে। স্বর্গের কানন সাজাতে পল্লব এখন মঞ্জুরিত।
কোকিলের উদাস করা গানের সুরে দু’হাত বাড়িয়ে নব যৌবনে এখন শুধু তাকে গলায় পরার পালা। আর শিমুলের আঁচল ধরে কবিগুরুও সেই সুখ জাগানিয়া আহ্বান জানিয়ে গেছেন উদোম হাওয়া আর শুভ্র মেঘে। তাইতো পলাশ-শিমুল-কৃষ্ণচূড়ার ডালে ডালে আগুনঝরা উচ্ছলতা। নগরীর সিনেমা প্লেসের গাছের ডালে বসে আছে শালিকপাখি। ছবি : অনুপম বড়ুয়া