বছর ঘুরে শীতের শেষ আসে ঋতুরাজ বসন্ত, শীতে যৌবন হারা গাছ–গাছালি তরুলতা ফিরে যৌবনে, ভরে যায় গাছপালা, তরুলতা সবুজ পল্লবে। প্রকৃতিতে লেগে যায় রং এর ছোঁয়া, শুরু হয় দখিনা ফাগুনের হাওয়া, সজীব হয়ে উঠে সকল প্রাণ, চতুর্দিকে শুনা যায় পাখির কলরব, কুকিলের কুহুতান।
ফুলফুলে ভরে যায় গাছগাছালি তরুলতা। প্রকৃতি লালবর্ণ ধারণ করে শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ায়, আমগাছ ভরে যায় মুকুলে মুকুলে।
আগুন রাঙা ফাগুন প্রকৃতিতে শুধু রঙ ছড়ায় না, রঙ ছড়ায় তরুণ প্রাণে। বসন্তে বাসন্তী রঙে সাজে তরুণ তরুণীরা, চলে ঋতুরাজ বসন্ত বরণের উচ্ছ্বাস উৎসবের আয়োজন।
এখনও বসন্ত আসে গাছপালা তরুলতায় ফুলফুটে পাখিরা গান করে, কোথাও কোথাও অল্প–স্বল্প বসন্ত বরণে উতৎসবও হয় তবে সে আর আগের মত নয়, দিনদিন কমছে শহর, নগর, গ্রামে গাছপালার সংখ্যা উজাড় হচ্ছে বন, অপরিকল্পিত ভাবে নিধন করছি বৃক্ষরাজি, ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে, বাড়ছে তাপমাত্র, হারিয়ে যাচ্ছে হরেক রকম পাখি, হারিযে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, কমে যাচ্ছে পাখির কলরব। আমরা যদি এভাবে প্রকৃতিকে ধ্বংস করতে থাকি তাহলে এক সময় শুধু ঋতুরাজ বসন্ত নামটিই থাকবে আর সব হারিয়ে যাবে আমাদের কাছ থেকে।