বিসিবি পরিচালনা পর্ষদের সাড়ে পাঁচ ঘণ্টার ম্যারাথান সভা। সেখানে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেটের নানা দিক। তবে ছোট্ট একটি অংশ বরাদ্দ ছিল ফুটবলের জন্যও। সেটি ঋতুপর্ণা চাকমাকে নিয়ে। বাংলাদেশকে অনেক সাফল্য এনে দেওয়া ফুটবল তারকার বাড়ি নির্মাণ করে দেবে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।
বিসিবির সভা শেষে গতকাল শনিবার রাতে সংবাদ সম্মেলনে এটি জানান বিসিবি পরিচালক ইফতেখার রহমান। এর মধ্যেই প্রকৌশলীর মাধ্যমে বাড়িটির নকশা ও প্রয়োজনীয় অন্যান্য কিছু চূড়ান্ত হয়েছে এবং তা বিসিবির কাছে পাঠিয়েছে ঋতুপর্ণার পরিবার। বোর্ড সভায় সেটির অনুমোদন দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
গত মাসে উইমেন’স এশিয়া কাপের বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। দলের সেই সাফল্য যাত্রায় অসাধারণ পারফর্ম করেন ঋতুপর্ণা। বাহরাইনকে উড়িয়ে বাছাই শুরুর ম্যাচে একটি গোল করেন ঋতুপর্ণা। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল যেটি, স্বাগতিক মায়ানমারের বিপক্ষে সেই ম্যাচে দলের ২–১ গোলের জয়ে দুটি গোলই করেন তিনি। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে দলের বিশাল জয়েও তিনি উপহার দেন জোড়া গোল। খবর বিডিনিউজের।
গত বছর সাফ চ্যাম্পিয়নশিপে দলের শিরোপা ধরে রাখার আসরেও ঋতুপর্ণা ছিলেন আপন আলোয় উজ্জ্বল। ফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে তার গোলই গড়ে দিয়েছিল ম্যাচের ভাগ্য। আসরের সেরা ফুটবালের পুরস্কার জিতেছিলেন এই ফরোয়ার্ডই।
বাংলাদেশের এই সোনার মেয়ের বাড়ি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মঘাছড়ি গ্রামে। অনেক দিন ধরেই জরাজীর্ণ বাড়িতে বসবাস তাদের। পরিবারের মূল চালিকাশক্তি ঋতুপর্ণাই, অনেক দিন ধরেই তার আয়ে চলছে সংসার। বাবা ও একমাত্র ভাইকে হারানোর পর সংসারের দায়িত্বও তারই। ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা ব্যয় বহন করতে হয় তাকেই।
ঋতুপর্ণার বাড়ির জীর্ণ অবস্থা দেখেই তার বাড়ি নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। আগেও সাফজয়ী নারী ফুটবল দলকে মোটা অঙ্কের পুরস্কার প্রদানসহ নানা সময়ে নানাভাবে ক্রীড়াঙ্গনের অন্যান্য ফেডারেশন ও খেলোয়াড়দের পাশে থেকেছে বিসিবি।