ট্রাস্ট ব্যাংক জুবিলী রোড শাখার ২৮ কোটি ৮০ লাখ টাকার ঋণ খেলাপি মামলায় মেসার্স মোহাম্মদী ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ আছলাম, তার ভাই মোহাম্মদ ইব্রাহীম, মোহাম্মদ মোক্তার ও মোহাম্মদ আসিফকে ৫ মাসের সাজা দিয়েছেন আদালত। গত বুধবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। ব্যাংকের পক্ষে মামলা পরিচালনায় ছিলেন অ্যাডভোকেট আলী আজগর চৌধুরী ও আমান আকবর চৌধুরী।
অ্যাডভোকেট আলী আজগর চৌধুরী আজাদীকে বলেন, আসামিদের বিরুদ্ধে ২৮ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৮৪৫ টাকার খেলাপি ঋণ আদায়ের লক্ষে ২০১৬ সালে অর্থঋণ জারি মামলাটি দায়ের হয়। নির্ধারিত সময়ের পরও টাকা আদায় না হওয়ায় ব্যাংকের পক্ষে আসামিদের বিরুদ্ধে দেওয়ানি আটকাদেশ (সাজা) দিতে আদালতের কাছে আমরা আবেদন করি। আদালত তা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে ৫ মাসের সাজা দিয়েছেন।