ঋণ করে বন্ধুকে টাকা ধার, ফেরত চাওয়ায় ছুরিকাঘাতে খুন

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৯:২৫ অপরাহ্ণ

পটিয়ায় সন্ত্রাসী চক্রের ছুরিকাঘাতে অপর এক সহযোগী খুন হয়েছে। নিহতের এ যুবকের নাম রাকিবুল হাসান হৃদয় (২৩)। সে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের মেলঘর গ্রামের কবির আহমদের পুত্র।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার আশিয়া বাংলা বাজার এলাকায় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার আশিয়া ইউনিয়নের সন্ত্রাসী চক্রের হোতা মো: শরীফসহ কয়েকজনের সঙ্গে বড়লিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হৃদয়ের পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে আশিয়া বাংলা বাজার এলাকায় অতর্কিতভাবে হৃদয়কে উপর্যপুরি ছুরিকাঘাত করে ঘাতক শরীফসহ কয়েকজন।

দিনদুপুরে ছুরিকাঘাত করলে ভয়ে কেউ এগিয়ে আসেনি। স্থানীয়রা জানায়, ছুরিকাঘাতের পর হৃদয় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে দীর্ঘদিন মাটিতে গড়াগড়ি করছিল।

বেশ কিছুক্ষণ পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত হৃদয়ের মামা মোহাম্মদ মামুন বলেন, আমার ভাগিনা হৃদয়কে সন্ত্রাসী যুবকরা পেট হাত পা’সহ শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে হত্যা করেছে। এ ঘটনায় হৃদয়ের মা রহিমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় সময় আশিয়া বাংলা বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয়। বিভিন্ন বিষয়ে তাদের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। পূর্ব শত্রুতার জের ধরে হৃদয়কে অর্তকিতভাবে ছুরিকাঘাত করা হয়।

পটিয়া থানার ওসি নেজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুনের ঘটনায় সংশ্লিষ্ট খুনিদের গ্রেফতারে অভিযান চলছে। নিহতের মায়ের ভাষ্যমতে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ করে হৃদয় তার বন্ধু শরীফকে টাকা ধার দেন। এ পাওনা টাকা চাওয়াতে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ বিরোধের জের ধরে হৃদয়কে ছুরিকাঘাতে খুন করে শরীফসহ বেশ কয়েকজন যুবক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল আলম জানিয়েছেন, ছুরিকাঘাতে ওই যুবকের নাড়িভুড়ি বের হয়ে গেছে। তবে কি কারনে ঘটনা তিনি জানেন না।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ১৯ হাজার প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ, আটক দুই
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে চা পাতা বোঝাই গাড়ি উল্টে শ্রমিকের মৃত্যু