রাঙ্গুনিয়ায় ঋণের বোঝা বইতে না পেরে সবুজ বড়ুয়া (২২) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক আত্মহত্যা করেছেন। বুধবার রাত ১১টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড বড়ুয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও নানা এনজিও সংস্থা থেকে নেওয়া ঋণের বোঝা বইতে না পেরে সে আত্মহত্যা করেছে বলে নিশ্চিত করেন পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা। সে একই এলাকার মৃত পদীপ বড়ুয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। স্থানীয় ইউপি সদস্য আবু তাহের বলেন, বুধবার রাতে পরিবারের সাথে ভাত খেয়ে নিজ কক্ষে গিয়ে সবার অগোচরে লুঙ্গি এবং গামছা দিয়ে গলায় পেছিয়ে ঝুলে পড়ে। বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কী বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।