ঋণখেলাপি মামলায় ব্যবসায়ী কারাগারে

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ অক্টোবর, ২০২২ at ৮:১৫ পূর্বাহ্ণ

আইএফআইসি ব্যাংক খাতুগঞ্জ শাখার একটি ঋণখেলাপি মামলায় নুরুল আবছার নামের এক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি খাতুনগঞ্জের হাজী ইয়াকুব অ্যান্ড সন্স নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। এর আগে সাজা পরোয়ানা মূলে কোতোয়ালী থানা পুলিশ থাকে গ্রেপ্তার করে আদালতের কাছে সোপর্দ করে। আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, আইএফআইসি ব্যাংক থেকে ১ কোটি ৭৪ লাখ ৮৭ হাজার ১১৩ টাকা ঋণ নিয়ে খেলাপিতে পরিণত করেন নুরুল আবছার। এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে ২০১৩ সালে একটি অর্থ ঋণ মামলা দায়ের করা হয়। পরে আদালতের পক্ষ থেকে উক্ত ঋণ পরিশোধ করতে আদেশও দেয়া হয়। কিন্তু আজ পর্যন্ত তা পরিশোধ করা হয়নি। দীর্ঘদিন খেলাপি হয়ে পড়ে থাকা ঋণ আদায়ের লক্ষ্যে ব্যাংকের পক্ষ থেকে নুরুল আবছার ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলতি বছর জারি মামলাটি দায়ের করা হয়। নুরুল আবছারের কাছে সুদসহ মোট পাওনা দাঁড়িয়েছে সাড়ে ৩ কোটি টাকা।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধগার্মেন্টসের দুই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা