ঊষার আলো তরুণ একতা সংঘের শিক্ষা সামগ্রী বিতরণ

| রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

ঊষার আলো তরুণ একতা সংঘের উদ্বোধন ও শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান গত ৭ জুলাই ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের খাছ মো. তালুকদার বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংঘের উপদেষ্টা সাংবাদিক মো. এমরান হোসেন। প্রধান অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র মো. আলী। উদ্বোধক ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি ফটিকছড়ি ‘ঘ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মো. আলমগীর আলম। স্বাগত বক্তব্য রাখেন সংঘের সভাপতি আহমদ উল্লাহ। মো. সোহেল ও সেক্রেটারি মো. জাহেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রবাসী মো. মামুন, মো. বশির, মো. নাছির, সালা উদ্দিন, মো. এনাম, মো. শাহাজাহান, আব্দুল হালিম ও হাফেজ মো. হাসান।

উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আমির আলী, শাখাওয়াত হোসেন সৌরভ, মো. রুবেল, আসিফ আলী, মো. জুয়েল, মো. ইমতিয়াজ, মো. সাগর, মো. জিহান, মো. মিরফান, মো. সাইদ, মো. মোবারক, মো. সাকিব, মো. বাবু, মো. মোরশেদ, মো. জিয়াউর রহমান, মো. আনাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় বাইতুশ শরফ কমপ্লেক্সের চক্ষু চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে গৃহবধূ তারিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন