উ. কোরিয়ায় করোনার বিস্ফোরণ ৩ দিনে শনাক্ত ৮ লাখ ২০ হাজার

| সোমবার , ১৬ মে, ২০২২ at ৪:০৮ পূর্বাহ্ণ

উত্তর কোরিয়ায় গত তিন দিনে ৮ লাখ ২০ হাজার ৬২০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্ত রোগীদের মধ্যে অন্তত ৩ লাখ ২৪ হাজার ৫৫০ জনকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এসময়ে কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে মোট ৪২ জনের। গত রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এসব তথ্য। খবর বাংলানিউজের। গত বৃহস্পতিবার করোনায় প্রথম মৃত্যুর কথা নিশ্চিত করে উত্তর কোরিয়া। পরে দেশটিতে লকডাউন জারি করা হয়। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, করোনার প্রাদুর্ভাব উত্তর কোরিয়ায় মহা বিপর্যয় সৃষ্টি করেছে। কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার সব প্রদেশ, শহর ও কাউন্টিগুলো সম্পূর্ণরুপে লকডাউন করা হয়েছে। অফিস, কারখানা এবং আবাসিক এলাকাগুলোতেও পারস্পরিক যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তর কোরিয়ার নাগরিকদের এখনো করোনার টিকা দেওয়া হয়নি। চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা পিয়ংইয়ংক করোনার টিকা দিতে চাইলেও তারা তা নেয়নি। এ অবস্থায় সর্বোচ্চ জরুরি কোয়ারেন্টাইন ব্যবস্থা কঠোরভাবে মানার মাধ্যমে সংক্রমণের দ্রুত বিস্তার রোধ করার চেষ্টা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড়
পরবর্তী নিবন্ধশ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা