‘উড়ে দেখার জাদুঘর’ বানাচ্ছে সৌদি আরব

| বুধবার , ৩ নভেম্বর, ২০২১ at ১১:০৫ পূর্বাহ্ণ

উড়ে উড়ে দেখতে হবে এমন জাদুঘর বানাচ্ছে সৌদি আরব। অর্থাৎ উড়োজাহাজ বা হেলিকপ্টারে চড়ে এ জাদুঘরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করতে হবে। এটাই হবে বিশ্বে এ ধরনের প্রথম জাদুঘর। খবর বাংলানিউজের।
মঙ্গলবার আরব নিউজ এক প্রতিবেদনে এতথ্য জানায়। আগামীকাল বৃহস্পতিবার জাদুঘরটি চালু করা হবে বলে জানানো হয়েছে। খবরে বলা হয়, রাজধানী রিয়াদ ও প্রাচীন শহর আলউলার মধ্যে উড়োজাহাজে ভ্রমণের মাধ্যমে দর্শনার্থীরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখবেন।
জাদুঘরটি রয়্যাল কমিশন ফর আলউলা ও সৌদির রাষ্ট্রীয় পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের মধ্যকার একটি সহযোগিতামূলক প্রকল্প। সৌদি প্রেস এজেন্সি জানায়, জাদুঘর দেখতে আসা পর্যটকদের তথ্যচিত্রও দেখানো হবে। কমিশনের প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য গবেষণার পরিচালক রেবেকা ফোটি বলেন, আলউলা আরব উপদ্বীপের একটি লুকানো রত্ন। তারা ধীরে ধীরে এই রত্নের রহস্য আবিষ্কার করছেন।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে খাবার জোগাতে সন্তান বিক্রি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৪ জন