ভারতের ওড়িশা রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে শীর্ষ মাওবাদী তেলেগু কমান্ডার গনেশ উইকেসহ (৬৯) ছয় মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। খবর বিডিনিউজের।
বৃহস্পতিবার রাজ্যটির রম্ভা ফরেস্ট রেঞ্জে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তারা নিহত হন, খবর ভারতীয় গণমাধ্যমের। এনডিটিভি জানিয়েছে, উইকে ভারতের নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার কেন্দ্রীয় কমিটির উচ্চপদস্থ সদস্য এবং ওড়িশা অভিযানের প্রধান। তার মাথার উপর এক কোটি ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা ছিল। ওড়িশার কান্ধমাল ও গঞ্জাম জেলার সীমান্তবর্তী রম্ভা বন এলাকায় ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর টিমগুলোর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে ইউকে নিহত হন।












