উড়তে উড়তে

আলমগীর কবির | বুধবার , ২৬ জুলাই, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

দুধ সাদা ওই মেঘের ঘুড়ি উড়ছে এলোমেলো,

উড়তে উড়তে মেঘের ঘুড়ি পাহাড় খুঁজে পেলো!

খানিক পরে মেঘ হয়ে যায় আঁকাবাঁকা নদী,

আকাশপুরে হঠাৎ করে চেয়ে দেখো যদি

দেখবে শুধু মেঘের খেলা রঙের খেলা কত,

মুগ্ধ হয়ে যাবে ঠিকই তুমি আমার মতো!

মেঘটা যেন শান্ত মেয়ে খানিক পরে বন্য,

সকাল বেলা এক রঙের সাজ বিকেল বেলা অন্য!

উড়তে উড়তে দল বেঁধে যায় রং হয়ে যায় কালো,

বৃষ্টি হয়ে ঝরে তখন কী যে লাগে ভালো!

পূর্ববর্তী নিবন্ধযক্ষের ধন
পরবর্তী নিবন্ধভোর আসছে