উৎস-এর থিয়েটার ট্রেইনিং ইউনিটের আয়োজনে আকবর শাহস্থ কৈশোর মঞ্চ সেন্টারে দিনব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে কর্মশালা উদ্বোধন করেন, মো. আবুল হাসেম খান। বক্তব্য দেন, মো. সুমন সরকার।
মো. আবুল হাসেম খান বলেন, সৃজনশীলতা চর্চা এই অতিমারী করোনাকালে মানুষের মানসিক চাপ, হতাশাগ্রস্ততা থেকে দূরে রাখতে পারে। তাই আজকের এই নাট্য কর্মশালার আয়োজন অত্যন্ত সময় উপযোগী। নাটক সমাজের দর্পণ হিসাবে কাজ করে। এই আয়োজনে সৃজনশীল কর্মী গড়ে উঠবে বলে দৃঢ় বিশ্বাস।
প্রশিক্ষক ছিলেন, চবি নাট্যকলা বিভাগের প্রভাষক আরাফাতুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।