উৎসে কর কর্তন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৪ পূর্বাহ্ণ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সমপ্রতি উৎসে কর কর্তন (টিডিএস) সিস্টেম প্রবর্তন করেছে। এ বিষয়ে গতকাল সকালে নগরীর আগ্রাবাদে ইনস্টিটিউট অব চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশের (আইসিএবি) সম্মেলন কক্ষে আলোচনা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এনবিআরের সহযোগিতায় চট্টগ্রাম কর অঞ্চল-১ ও ৩ এ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনবিআরের সদস্য (অডিট ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন) প্রদ্যুৎ কুমার সরকার। তিনি বলেন, সরকার আয়করসহ বিভিন্ন কর ছাড় দিয়ে শিল্প প্রতিষ্ঠানকে নানা সুযোগ সুবিধা দিচ্ছে। এতে তারা অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারছেন। করোনার প্রভাবের পরও রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি সন্তোষ জনক হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কর অঞ্চল চট্টগ্রাম-১ এর কমিশনার মো. ইকবাল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনবিআরের সদস্য (তথ্য ব্যবস্থাপনা ও সেবা) মোহাম্মদ জাহিদ হাছান, আইসিএবি চট্টগ্রাম শাখার সভাপতি মোহাম্মদ আবুল কাসেম, সহ-সভাপতি সিদ্ধার্থ বড়ুয়া প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর অঞ্চল-৩ এর কমিশনার মো. শাহাদাৎ হোসেন শিকদারসহ কর অঞ্চল ১ ও কর অঞ্চল-৩ এর পরিদর্শী কর কর্মকর্তারা, সদর দপ্তর (প্রশাসন) ও সদর দপ্তরের (প্রয়োগিক) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় চট্টগ্রাম কর অঞ্চল-১ ও কর অঞ্চল-৩ এর শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর প্রতিনিধি ও অংশীজনেরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা যথাযথ নিয়ম ও হারে নির্ধারিত সময়ে উৎসে কর কর্তন ও জমাদান, উৎসে কর কর্তনের বাধ্যবাধকতা ও সচেতনতা, উৎসে কর কর্তনের প্রযোজ্য হার, ভিত্তিমূল্য বিবেচনা, সঠিক কোডে কর্তিত কর জমা প্রদান, উৎসে আয়কর কর্তনের প্রবিধান ও প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা সিস্টেমটি ব্যবহার করে উৎসে কর কর্তন সম্পর্কিত সব কার্য সম্পাদনের জন্য করদাতাদের প্রতি অনুরোধ করেন।

পূর্ববর্তী নিবন্ধচবি আবৃত্তি মঞ্চের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধপাঁচলাইশ থানা পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা