উৎসের নাটক ‘সম্প্রীতির বন্ধন’

| শনিবার , ২০ নভেম্বর, ২০২১ at ৮:০৫ পূর্বাহ্ণ

জাতিগত, ভাষাগত এবং লিঙ্গভিত্তিক অসমতা, অসহিষ্ণুতা ও বৈষম্য দূর করে সহমর্মিতা বৃদ্ধি ও শান্তিপূর্ণ সামাজিক ঐকতান সৃষ্টির লক্ষ্য নিয়ে উৎস (ইউনাইট থিয়েটার ফর সোশাল অ্যাকশন) বাস্তবায়ন করছে ‘এনহান্স টলারেন্স ক্যাপাসিটি টু প্রমোট সোশাল হারমনি’ প্রকল্প। ডাইভার্সিটি ফর পিস, পার্টনারশিপ ফর এ টলারেন্ট এন্ড ইনক্লুসিভ বাংলাদেশ (পিটিআইবি) কর্মসূচির অধীনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্পের আওতায় বাঙালি ও বিহারি সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান, সাংস্কৃতিক বৈচিত্রতা ও সহমর্মিতা বিষয়ক নাটক ‘সম্প্রীতির বন্ধন’ নির্মাণ করা হয়।
গত বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডস্থ সেগুনবাগান ওয়ারলেস বিহারি ক্যাম্পে অবস্থিত ওবাট স্কুলের সামনে নাটকের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নাটকে মূলত বিহারী সম্প্রদায়ের মেয়ে ও বাঙালি সম্প্রদায়ের ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে সৃষ্ট দ্বন্দ্বকে ঘিরে নাটকের ঘটনা প্রবাহিত হয়। পারষ্পরিক দ্বন্দ্ব যখন তুমুল পর্যায়ে তখন ছেলে ও মেয়ের ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং মতামত পরিবারের অন্যান্য সদস্যদের ভুল বুঝতে সহায়তা করে। যার যার সংস্কৃতি, রীতি-নীতি অপরিবর্তিত রেখে একে অপরের সংস্কৃতি রীতি-নীতি গ্রহণ করার ইচ্ছা পোষণ করায় বাঙালি ও বিহারি সম্প্রদায়ের ছেলে-মেয়ের বিয়ের সানাই বাজে। প্রদর্শনীতে প্রায় ২ শতাধিক নারী, পুরুষ ও শিশু উপস্থিত থেকে নাটক উপভোগ করে। প্রদর্শনী শেষে নাটকের বিষয় নিয়ে উপস্থিত দর্শকদের সাথে ইন্টারেকশন পর্ব পরিচালিত হয়। এ পর্বে নাটক সর্ম্পকিত দর্শকের বিভিন্ন মতামত উৎসর থেরাপিউটিক থিয়েটার ইউনিট ‘প্লেব্যাক থিয়েটারের’ মাধ্যমে স্বতস্ফূর্তভাবে অভিনয় করে ফিরিয়ে দেয়। যুব নাট্যদলের পরিবেশনায় ‘সম্প্রীতির বন্ধন’ নাটকে অভিনয় করেন তানজিনা, মোবারক, ইউনুস রানা, মো. ইকবাল, মো. আরিফ, রূপন্তী, টুম্পা, মোহন, প্রমি ও কাউসার। হারমোনিয়ামে ছিলেন তানিয়া আকতার, বাদ্যযন্ত্রে মো. সুলতান এবং ইন্টারেকশন পর্ব পরিচালনা করেন সুমন সরকার। মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন যুব ও নারী দল সদস্য মিম আকতার, কেয়া আকতার, সাজিদ শেখ, আব্দুল খালেক, ইয়াসিন, শিশির, আরমান, কানিজ ফাতেমা, ইশা আকতার, মুনা আকতার, কামরুন নাহার, সাইফুল ইসলাম, আলি হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি ৮২-র শোকসভা আজ
পরবর্তী নিবন্ধমুচলেকা দিয়ে ছাড়া পেলেন চিকন আলী