ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং লাখ লাখ টাকার ফার্নিচার বিকিকিনির মধ্য দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো ১৪তম চট্টগ্রাম ফার্নিচার মেলা। নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মেলায় ২৮টি প্রতিষ্ঠান তাদের রকমারি ফার্নিচার মেলায় প্রদর্শন করেন। বিক্রিও হয় প্রচুর।
নগরীর বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন মেলায় গিয়ে ফার্নিচার দেখার পাশাপাশি কেনাকাটাও করেছেন। ৬দিন ব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চট্টগ্রাম বিভাগের সদ্য সাবেক সভাপতি সৈয়দ এ এস এম নূরউদ্দীন। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি মাকসুদুর রহমানের সভাপতিত্বে এবং মেলা কমিটির সদস্য মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেলা কমিটির আহ্বায়ক নুরুল আজম খান, ফার্নিচার শিল্প মালিক সমিতির চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী দুলাল, মেলা কমিটির সদস্য সচিব আল মোহাম্মদ ইকবাল।
এতে আরো বক্তব্য রাখেন ওমর ফারুক চৌধুরী, মুজিবুর রহমান, এম. নাছের, হাজি মোহাম্মদ জসিম, সৈয়দুর রহমান আজিজ, মোহাম্মদ নাজের, মোহাম্মদ ইয়াছিন, আবদুল মালেক, মোহাম্মদ সেলিম, ওসমান গনি সুমন প্রমুখ। মেলায় অন্যান্যের মধ্যে চিটাগাং ইভেন্টসের চেয়ারম্যান মোহাম্মদ সাহাবউদ্দিন, ভাইস চেয়ারম্যান ফারহানা সাবরিন রিমা, ব্যবস্থাপনা পরিচালক তাসরিনা উদ্দিন, সিইও মোহাম্মদ মনজুরুল ইসলাম রায়হান, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ ফারুক, মেহেদী হাসান, পারভেজ, রিমা বড়ুয়া, অর্ণব প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু–কিশোরদের পুরষ্কৃত করা হয়। সুন্দর স্টল সাজানোর জন্য ইনডোরে আয়তো ফার্নিচারকে চ্যাম্পিয়ন, জেএমজি ফার্নিচারকে রানারআপ ঘোষণা করে পুরস্কার প্রদান করা হয়।