ধানগুলো ঐ করছে খেলা
রোধে মাথা দোলায়,
কাড়ি কাড়ি উঠেছে ধান
কৃষক ঘরের গোলায়।
হেমন্তের এই রোদের ছোঁয়ায়
শরৎ গেলো চলে,
হেমন্তে বয় শীতল হাওয়া
সর্ব জনে বলে।
নতুন ধানে পিঠের সুভাষ
উৎসবের হয় শুরু,
কৃষক ঘরে হয় বানানো
নতুন চালের নাড়ু।
বাংলার খুশি বাংলার রীতি
উৎসবের নেই শেষ,
এলে হেমন্ত কৃষক চাচার
কাটে চিন্তার রেশ।
হেমন্ততে হয় নবান্ন উৎসব
দুঃখ ভুলে মনের,
হেমন্ত মানে নতুন চালে
খুশি সর্বজনের।