সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব বলেন, উৎসবে বা দূর্যোগে আমি সাতকানিয়া ও লোহাগাড়াবাসীর পাশে সবসময় স্বজনের বেশে থাকতে চাই। আপনারা সকলে অবগত আছেন, এই বন্যায় সাতকানিয়া উপজেলা এলাকা অধিকতর প্লাবিত হয়েছে। আমি এই সময়টুকু বিবেকের তাড়নায় নিরাপদে বসে না থেকে নৌকা দিয়ে ক্ষতিগ্রস্ত ও বন্যাকবলিত এলাকা সমূহে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। আমার এই কাযক্রম অব্যহত থাকবে।
তিনি গতকাল লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ কাজ পরিচালনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু, যুগ্ম সম্পাদক ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল কবির, সাধারণ সম্পাদক আলী আহমদ, রিদোয়ানুল হক সুজন, হুমায়ুন কবির, মোহাম্মদ রুবেল, ইকবাল হোসেন, এরশাদুর রহমান রিয়াদ, তামলিন হোসেন, সাজ্জাদুল ইসলাম বাপ্পী, সাইমুন ইসলাম, আতিকুল ইসলাম প্রমুখ। তিনি পরে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম ওমর ফারুক ও বন্যার অতিরিক্ত পানিতে নিমজ্জিত হয়ে মৃত্যবরণকারী জুনায়েদুল ইসলাম জারিফের কবর জিয়ারত করেন। প্রেস বিজ্ঞপ্তি।