ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারাদেশের মতো চট্টগ্রামেও গতকাল বৃহস্পতিবার হিন্দু সমপ্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। সন্ধ্যার পর থেকেই ঢাক–ঢোল–কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে নগরীর বিভিন্ন স্কুল–কলেজ–বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাড়ার অনুষ্ঠিত পূজামণ্ডপ গুলো।
নগরীতে রামকৃষ্ণ মিশনসহ বড় বড় মন্দির গুলোতে পূজা শুরু হয় সকাল আটটায়। অঞ্জলি দেয়া হয় সকাল ১০টা থেকে। বিদ্যাদেবীর কৃপালাভের আশায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঘরে ঘরে এই পূজা উদযাপিত হয়। পাড়ায়–পাড়ায় এবং শহরে বিভিন্ন গলি ও ভবনের নিচে স্থাপিত পূজামণ্ডপে ভক্তরা মায়ের পাদপদ্মে অঞ্জলি দেন। দেবীর সামনে ‘হাতে খড়ি’ দিয়ে ছোট শিশুদের বিদ্যাচর্চার সূচনা হয়।
বিকেলে কিছু মণ্ডপে আলোচনা সভা, সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে আয়োজন করা হয় আরতির। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। চট্টগ্রামে চেরাগী পাহাড় মোড়, জামালখান বাইলেইন, হেমসেন লেইন, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ, আইন কলেজ, গোলপাহাড় মহাশশ্মান মন্দিরে, পাথরঘাটা দুর্গা মন্দির, গোসাইলডাঙ্গা, আনোয়ারা উপজেলার শিলালিয়া গ্রামে, পরৈকোড়া গ্রামে পাটনীকোঠা গ্রামে, আনোয়ারা উপজেলা সদরে এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রহমতগঞ্জ চৌধুরী বাড়িসহ নগরী ও জেলায় সাড়ম্বরে সরস্বতী পূজা উদযাপিত হয়।