জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় গতকাল সোমবার মহানগরসহ চট্টগ্রাম জেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল। উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্দিষ্ট কেন্দ্রে কেন্দ্রে শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হয়।
মহানগরসহ জেলায় প্রায় সাড়ে ১৩ লাখ (১৩ লাখ ৪০ হাজার ৫৬৪ জন) শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ছিল এবার। এর মাঝে ৬–১১ মাস বয়সী ১ লাখ ৭২ হাজার ৯১৮ জন। এই বয়সীদের একটি করে নীল রঙের (১ লাখ ইউনিট) ক্যাপসুল খাওয়ানো হয়। আর ১২–৫৯ মাস বয়সী ১১ লাখ ৬৭ হাজার ৬৪৬ জন। এদের খাওয়ানো হয়েছে একটি করে লাল রঙের (২ লাখ ইউনিট) উচ্চক্ষমতার ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
সকালে হাটহাজারী উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। হাটহাজারী কলেজের পিছনে উজ্জীবন ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার–পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্নি চাকমা।
অন্যান্যের মাঝে জেলা স্বাস্থ্য তত্ত্ববধায়ক সুজন বড়ুয়া, হেলথ এডুকেটর প্রবীর মিত্র, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোজাহিদুল মাওলা, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মিনহাজ উদ্দিন সৈয়দ প্রমূখ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ক্যাম্পেইনে শান্তিপূর্ণ ভাবে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে জানিয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, জেলার মোট লক্ষ্যমাত্রার প্রায় ৯৯ শতাংশ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ক্যাম্পেইন সফল হয়েছে।
অন্যদিকে, সিটিকর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে এক হাজার ২৮৮টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। সবমিলিয়ে ৫ লাখ ৩৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ছিল মহানগরে।