উৎসবমুখর পরিবেশে অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের বাছাই কার্যক্রম শুরু

একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১২ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে হামজা চৌধুরীদের অংশগ্রহণ পরবর্তী সময়ে বাংলাদেশের ফুটবল যেন নতুনভাবে জেগে উঠেছে। দেশব্যাপী ফুটবল নিয়ে মেতে উঠেছে শিশু থেকে বয়স্ক সবাই। তেমনই একটি চিত্র দেখা গেছে গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে।

অনূর্ধ্ব১৫ বছরের খেলোয়াড়রা খুব উৎসাহ ভরে সদলবলে মাঠে হাজির হয় বাছাই কার্যক্রমে অংশ নিতে। এই বয়সীদের নিয়ে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) আয়োজন করছে ক্লাইম্বসিডিএফএ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। এ টুর্নামেন্টটি আগামী ২৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। টুর্নামেন্ট শুরু উপলক্ষে অংশগ্রহণকারী দলের খেলোয়াড় বাছাই কার্যক্রমের প্রথম দিন ছিল গতকাল বৃহস্পতিবার। খেলোয়াড় বাছাই কার্যক্রমের প্রথম দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় পাঁচ ছয়শ খেলোয়াড় অংশগ্রহণ করে। খেলোয়াড় বাছাই কমিটির আহবায়ক মোহাং শাহাজাহানের সার্বিক তত্ত্বাবধানে প্রথম দিনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এ ব্যাপারে তিনি জানান, বেশ উৎসবমুখর পরিবেশে খেলোয়াড় বাছাই কার্যক্রমের প্রথম দিন অতিবাহিত হয়। প্রায় ছয়শত ক্ষুদে খেলোয়াড় বাছাইয়ে অংশ নিতে আসে। আমাদের বাছাই কমিটির সদস্যদের সুষ্ঠু পরিচালনায় সুন্দরভাবেই শেষ হয় আমাদের কাজ। প্রথম দিন উল্লেখিত অংশগ্রহণকারীদের মধ্য থেকে আমরা ৩৫৮ জনকে ইয়েস কার্ড দিয়েছি। এবারের টুর্নামেন্টে ৩১টি একাডেমি দল অংশগ্রহণ করবে। দলগুলো ঐ ইয়েস কার্ড প্রাপ্তদের নিয়েই নিজেদের চাহিদামত দল গঠন করতে পারবে। যারা বাদ গেছে তারা এ টুর্নামেন্টে খেলার উপযুক্ত বলে গণ্য হয়নি।

আগামী ১৩ ডিসেম্বর শনিবার সকাল ১১টা থেকে দ্বিতীয় দিনের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এদিন আগের দিনের বাদ পড়াদের মধ্যে কেউ এলেও তারা এন্ট্রি পাব না বলে জানান মোহাং শাহাজাহান। তিনি শনিবারও বাছাই কার্যক্রমে এমন সাড়া পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন। প্রথম দিনের উপস্থিতি দেখে তিনি মন্তব্য করেন ফুটবল যে বাংলাদেশের জনপ্রিয় খেলা তাই প্রমাণ করেছে এই ক্ষুদে খেলোয়াড়রা। তারা ফুটবলে আসক্ত। এটাই একটা ইতিবাচক দিক। তারা খুব সুশৃংখলভাবে আমাদের কার্যক্রমে সহায়তা করেছে।

বাছাই কমিটির আহবায়ক মোহাং শাহাজাহানের সার্বিক তত্ত্বাবধানে বাছাই কার্যক্রম পরিচালনায় ছিলেন বাছাই কমিটির সদস্য সচিব মাহামুদুর রহমান, সদস্য আবু সৈয়দ মাহামুদ, কাজী জসিম উদ্দিন, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, ইয়াছিন আরাফাত পাবলু, সালাউদ্দিন জাহেদ, আলী আকবর, শওকত হোসাইন। এসময় আরও উপস্থিত ছিলেন সিডিএফএ সভাপতি এস এম শহিদুল ইসলাম, সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সিডিএফএ সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি জসিম আহমেদ, হারুনুর রশীদ সহ সিডিএফএ কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধদেশে ফিরেছে যুব বিশ্বকাপ হকিতে চ্যালেঞ্জার কাপ জয়ী বাংলাদেশ দল
পরবর্তী নিবন্ধআপেল হাতে রহস্যময় ক্যাপশনে হাজির জয়া