বিজিএমইএ-এসইআইপি প্রজেক্টের আওতায় মিড লেভেল ম্যানেজম্যান্টের ইন্ডাষ্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লীন ম্যানুফ্যাকচারিং সিস্টেমের প্রশিক্ষণ কর্মশালা গতকাল বিজিএমইএ’র আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন পোশাক শিল্প প্রতিষ্ঠানের ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
কর্মশালার উদ্বোধন করেন বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী। এসময় বিজিএমইএ-এসইআইপি প্রজেক্টের পরিচালক ইনচার্জ এম. এহসানুল হক, পরিচালক এএম শফিউল করিম খোকন ও এনজিও এবং এসইডিএফ অ্যাফায়ার্স বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হামিদুর রহমানসহ চট্টগ্রামের বিভিন্ন পোশাক শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, এসডিজি (সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল) এর চ্যালেঞ্জ মোকাবেলা এবং বিশ্ব বাজারে বাংলাদেশের পোশাক শিল্পকে টেকসই অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে উৎপাদনশীলতা বৃদ্ধিতে দক্ষ জনবলের কোন বিকল্প নেই। তিনি বলেন, নতুন নতুন প্রযুক্তি ও কর্মকৌশল সম্পর্কে অবগত হয়ে দক্ষতা বৃদ্ধি করতে হবে। তিনি অর্জিত দক্ষতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রয়োগের মাধ্যমে রপ্তানিতে সক্ষমতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন।
বিজিএমইএ’র পরিচালক ও এনজিও এবং এসইডিএফ অ্যাফায়ার্স কমিটির পরিচালক এম. এহসানুল হক বলেন, বর্তমানে তৈরি পোশাক শিল্প ক্রান্তিকাল অতিক্রম করছে। এ অবস্থা থেকে উত্তরণে আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান স্ব স্ব প্রতিষ্ঠানে প্রয়োগ করে সক্ষমতা বৃদ্ধি ও অন্যান্য সহকর্মীদেরকে প্রশিক্ষিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিজিএমইএ’র সিনিয়র অতিরিক্ত সচিব (অফিস ইনচার্জ) মো. মহসিন চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজিএমইএ’র পরিচালক এএম. শফিউল করিম খোকন, এনজিও এবং এসইডিএফ অ্যাফায়ার্স বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হামিদুর রহমান।
উল্লেখ্য, এ প্রকল্পের অধীনে অপারেটর, হেলপার ও উৎপাদন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জন্য অত্যন্ত আবশ্যকীয় হিসেবে উক্ত ট্রেনিং কোর্সসমূহ অগ্রাধিকার ভিত্তিতে পরিচালনা করা হচ্ছে।