উস্তাদ মিহির লালার নাগরিক স্মরণানুষ্ঠান ও স্মারকগ্রন্থের মোড়ক উম্মোচন আগামীকাল শনিবার বিকেল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান আলোচক থাকবেন, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। আলোচক থাকবেন, উস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম ও অধ্যক্ষ রীতা দত্ত। স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, সঙ্গীত গুরুর বর্ণাঢ্য জীবন নিয়ে বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিত্ববৃন্দের আলোচনা, বরেণ্য সঙ্গীত শিল্পীদের নিবেদিত শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান ও চট্টগ্রামের সঙ্গীত প্রতিষ্ঠানসমূহের সম্মেলক গান পরিবেশিত হবে। অনুষ্ঠানে সঙ্গীতানুরাগী সকলকে উপস্থিত থাকার জন্য পর্ষদের আহ্বায়ক শিল্পী দীপেন চৌধুরী ও সদস্য সচিব শাহ্ সেলিম খালেদ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।