উষ্ণতার যুগ শেষ, পৃথিবী এখন ‘ফুটন্ত যুগে’

| শনিবার , ২৯ জুলাই, ২০২৩ at ৫:১৪ পূর্বাহ্ণ

উষ্ণতার পর্যায় থেকে পৃথিবী এখন ‘ফুটন্ত যুগে’ চলে গেছে। এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একইসঙ্গে জলবায়ুর এমন পরিবর্তনের বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। খবর বাংলানিউজের।

এতে বলা হয়েছে, জাতিসংঘের মহাসচিব জলবায়ু পরিবর্তনের বিষয়ে অবিলম্বে আমূল পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, জুলাইয়ের রেকর্ডবিধ্বংসী তাপমাত্রা দেখায় যে, উষ্ণতার পর্যায় থেকে পৃথিবী এখন ‘ফুটন্ত যুগে’ চলে গেছে। উল্লেখ্য, রেকর্ড তাপমাত্রার কারণে গ্রিস, ইতালি এবং আলজেরিয়ার মতো দেশগুলোতে দাবানল সৃষ্টি হয়েছে। লাখ লাখ মানুষ তাদের ঘর বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন। আক্রান্ত এলাকাগুলো কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া, যুক্তরাষ্ট্রের কিছু জায়গায় তাপপ্রবাহ ছড়িয়ে পড়ছে। নিউইয়র্কে গুতেরেস তার বক্তব্যে উত্তর গোলার্ধজুড়ে তীব্র তাপপ্রবাহকে ‘নিষ্ঠুর গ্রীষ্ম’ হিসেবে বর্ণনা করেছিলেন। তিনি বলেন, পুরো গ্রহের জন্য এটি একটি বিপর্যয়। এটি ভীতিকর। আর এটা তো মাত্র শুরু। সতর্ক করে তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতার যুগ শেষ হয়েছে; বিশ্বব্যাপী ফুটন্ত যুগ এসেছে।

পূর্ববর্তী নিবন্ধআফ্রিকা সম্মেলনে বিনামূল্যে শস্য দেয়ার প্রতিশ্রুতি পুতিনের
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেট খেলোয়াড়দের জ্ঞাতার্থে