মুজিব শতবর্ষ সিজেকেএস উশু লিগে ১১টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে উল্লাস ক্লাব। ৩টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ২টি তাম্র পদক পেয়ে রানার্স আপ হয় আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।