উল্লাস ক্লাবের জয় ২য় বিভাগে নেমে গেল শতদল জুনিয়র

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১১:২৮ পূর্বাহ্ণ

সমীকরণ ছিল উল্লাসশতদল জুনিয়রের মধ্যে যে দল হারবে তাকেই নেমে যেতে হবে দ্বিতীয় বিভাগে। কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশন পর্বের শেষ খেলায় গতকাল উল্লাস ক্লাব ৬ উইকেটে হারিয়েছে শতদল জুনিয়রকে। আর এ জয়ে উল্লাস ক্লাব প্রথম বিভাগে টিকে গেলেও দ্বিতীয় বিভাগে নেমে যেতে হয়েছে শতদল জুনিয়রকে। শতদল জুনিয়র ৩ খেলা শেষে পায় ৩ পয়েন্ট। অন্যদিকে উল্লাস ক্লাবের পয়েন্ট সমান খেলায় ৭। দ্বিতীয় সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী দল হিসেবে নেমে যেতে হলো শতদল জুনিয়রকে।

এর আগে সর্বনিম্ন পয়েন্ট অর্জনকারী হিসেবে দ্বিতীয় বিভাগে নেমে যায় নিমতলা লায়ন্স ক্লাব।

এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত গতকালের খেলায় টসে জিতে শতদল জুনিয়র প্রথমে ব্যাট করতে নামে। ৪৩ ওভারে নির্ধারিত খেলায় শতদল জুনিয়র ৪২.১ ওভার খেলতে পারে এবং সব উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফাহিম আশরাফ রাফির ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৯ রান। এছাড়া ১৬ রান করেন সোহাগ আলী। বাকিদের কেউই দ্বিঅংকের ঘরে যেতে পারেনি। উল্লাস ক্লাবের পক্ষে মোহাইমিনুর বাধন ৩টি উইকেট পান। জবাবে উল্লাস ক্লাব ৩৮.২ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান করে। দলের পক্ষে আবু নাসের হৃদয় ২৬ এবং রবিউল হোসেন শাবিব ২৩ রান করেন। নিশীথ ঘোষ ৪৪ এবং রাজিব প্রসাদ জনি ৪১ রানে অপরাজিত থাকেন।

পূর্ববর্তী নিবন্ধকুল ওয়ারিওরস চট্টগ্রামের লোগো ও জার্সি উন্মোচন
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু কাপ কাবাডি টানা চার আসরে চ্যাম্পিয়ন বাংলাদেশ